মমতাজের সমর্থকদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলু এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জাহিদ আহমেদ টুলু বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইতে গেলে আমার কর্মী আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গুলি করে হত্যার হুমকি দেন মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার। আলী ইস্কান্দার নামে আওয়ামী লীগের ওই নেতা আমার কর্মীদের ট্রাক মার্কার পক্ষে কাজ করলে গলা টিপে, হাত কেটে এবং গুলি করে মারার হুমকি দিয়েছেন। এর আগে হরিরামপুরে আমার এক কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচন ভালোভাবে চলছিল। এখন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে আমার কর্মী সমর্থকদের ওপর জুলুম নির্যাতন বাড়ছে। এখন আমরা নির্বাচনে ভোটারের কাছে যাব নাকি থানা পুলিশ করব, নাকি রিটানিং কর্মকর্তার কাছে দৌড়াব।
বিজ্ঞাপন
জাহিদ আহমেদ টুলু বলেন, আমার আসনে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে তাদের কিছু বলে না। তারা শুধু আমার কর্মী সমর্থকদের হুমকি দেয়, মারধর করে। জনগণের ভালোবাসা, জনগণের শক্তি আমার সঙ্গে আছে। দু-চারটি চুনোপুঁটির হুমকির কারণে ভোট থেকে সরে যাওয়ার কারণ নেই। তারা আমার কিছু করতে পারবে না।
এ সময় বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ- ২ (সিংগাইর, হরিরামপুর ও সদর) নিয়ে গঠিত। এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে নারী ভোটা ২ লাখ ৩২ হাজার ১১৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে মাত্র ৩ জন। এই আসনে আওয়মী লীগের নৌকার প্রার্থী মমতাজ বেগম। দলের চারজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে ভোটের লড়াই করবেন।
সোহেল হোসেন/আরএআর