যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের পক্ষে সর্বস্তরের নেতাকর্মী অবিরাম প্রচার চালিয়ে যাচ্ছেন। নৌকার প্রার্থীও ছুটে যাচ্ছেন নির্বাচনী এলাকা অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নে। বাড়ি বাড়ি গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, কর্মীসভা, দলীয় জনসভায় দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণ।
 
শনিবার বিকেলে (৩০ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাকড়ি গোচারমাট মাঠে কর্মীসভা হয়। সেখানে উপজেলার শীর্ষ নেতা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। সভায় অংশ নেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। তাকে পেয়ে নৌকার স্লোগানে সভাস্থল মুখরিত করেন নেতাকর্মীরা। এ সময় এনামুল হক বাবুল বলেন, এই ঐক্যবদ্ধ শক্তিই সব অপশক্তিকে পরাজিত করে নৌকাকে জয়ী করবে, ইনশাআল্লাহ।

কর্মীসভায় বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক হাসানুজ্জামান কাজল, মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ।

জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সঞ্চালনা করেন সুব্রত সরকার বাপ্পা। সভায় বক্তারা যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার সকালে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিসভায় অংশ নেন এনামুল হক বাবুল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি সবার উদ্দেশে বলেন, নৌকা হলো বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। সবাই মিলে যশোর-৪ আসনে নৌকা প্রতীক তাকে উপহার দিতে হবে। 

এদিন সকালে অভয়নগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার ভোটে জিতিয়ে ক্ষমতায় আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরিষদের নেতারা। তারা জানান, নৌকার পক্ষে একাট্টা থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তারা। 

নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের জন্য অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বাচনী সভা ও গণসংযোগ করছেন। শনিবার অভয়নগরের ২ নম্বর সুন্দলী ইউনিয়নের ভাটবিলাতে নির্বাচনী সভা হয়।

এমএএস