ময়মনসিংহ-৪ (সদর) আসনে নৌকার প্রার্থী মোহিত উর রহমানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম। 

তিনি বলেন, আমার নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়। প্রার্থী নিয়মিত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। আপনি (নৌকার প্রার্থী) যদি নোংরামি ত্যাগ না করেন, তাহলে এমন তথ্য প্রমাণ দেওয়া হবে তখন আপনি মুখ দেখাতে পারবেন না। আমরা একই দল করি। আমি আপনাকে ছোট করতে চাই না। আপনি আপনার মুখটাকে সংযত করুন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড ও চর নিলক্ষীয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে জয়ী হলে ময়মনসিংহ-৪ আসনের নৌকার প্রার্থীকে ফুল দিয়ে বুকে টেনে নেবেন জানিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, নির্বাচনে জিতে নৌকার প্রার্থী আমাকে ময়মনসিংহ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন। আমি তো আপনাকে (শান্ত) বলি যে ফুল দিয়ে বরণ করে নেব। আমি জয়ী হলে তার বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে বুকে জড়িয়ে নেব। আমি কোনো নেতাকর্মীকেই হুমকি-ধমকি দেই নাই। অনেক ধৈর্য্যের পর গতকাল থেকে আপনার কথার জবাব দিচ্ছি।
 
নৌকার প্রার্থী ও তাদের সমর্থকরা বিভ্রান্তি ছড়াচ্ছেন উল্লেখ করে আমিনুল হক শামীম বলেন, আমি নাকি নির্বাচন থেকে সরে যাব। আমি স্পষ্ট বলতে চাই, আমি নির্দেশিত হয়ে এবং নেতাকর্মীদের অনুরোধে নির্বাচনে এসেছি। নৌকার প্রার্থী অনেক চেষ্টা করেও আমার মনোনয়ন প্রত্যাহার করাতে পারেননি আর পারবেনও না। এখন আবার বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে, ভোটাররা নৌকায় ভোট না দিলেও জিতে যাবেন। এটা সরাসরি প্রধানমন্ত্রীর আদেশের লঙ্ঘন। প্রধানমন্ত্রী যেখানে বলছেন উৎসবমুখর পরিবেশে ভোট হতে হবে আর সেখানে প্রার্থী বলছেন ভোটকেন্দ্রে না গেলেও তিনি জিতে যাবেন। যদি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য কাউকে বাধা দেন এবং ভোট কারচুপির চেষ্টা করেন প্রার্থী নিজেও রেহায় পাবেন না, অনুসারী তো দূরের কথা।
 
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা ভোটকেন্দ্রে যাবেন। যাকে ভালো লাগে তাকেই ভোট দেবেন। আপনার ভোট কেউ নিয়ে যেতে পারবে না। 

উবায়দুল হক/আরএআর