নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে একটি ককটেল-সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিকেলে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, সকালে স্থানীয়রা নির্বাচন অফিসের সামনে লাল রঙের একটি ককটেল-সদৃশ্য বস্তু দেখে থানায় সংবাদ দিলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে সেটি উদ্ধার করে নিয়ে গেছে। র‌্যাব সেটি ধ্বংস করবে। কে বা কারা ককটেল-সদৃশ্য বস্তুটি নির্বাচন অফিসের সামনে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মহাদেবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন ঢাকা পোস্টকে বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কে বা কারা আমার অফিসের সামনে ককটেল-সদৃশ্য বস্তুটি ফেলে রেখে গেছে। তাই এখানকার নিরাপত্তা আরও জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরমান হোসেন রুমন/এমজেইউ