মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ নির্বাচন বন্ধের পাঁয়তারা করছেন বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। 

এ ছাড়াও নৌকার প্রার্থী নির্বাচন তার ‘হাতে নিতে’ বিভিন্ন মহলে ১৩ কোটি টাকা ছড়াবেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। গতকাল সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি মিছিলে হাতবোমা বিস্ফোরণ,  ‘ঈগল’ প্রতীকের সমর্থককে কুপিয়ে হত্যা করা সহ একাধিক ঘটনা লিখিত আকারে দিলেও নৌকার প্রার্থীর প্রতি তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন।’

অভিযোগের বিষয়ে আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর প্রতিটি অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তিনি শুরু থেকেই আমার বিরুদ্ধে নানা অভিযোগ দিয়ে আসছেন। যার কোনো প্রমাণই নেই।’

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ভোট শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটাররা যাতে কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসন কালকিনি ও ডাসার উপজেলা এবং সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য। তার শক্ত প্রতিদ্বন্দ্বী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই দুই প্রার্থী ছাড়া আরও চারটি দলের প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু ওইসব প্রার্থীদের তেমন কোনো প্রচার-প্রচারণা নেই।

মো. আহাদুজ্জামান/এনএফ