চাঁপাইনবাবগঞ্জ-৩
বিএনএম প্রার্থীর ভোট বর্জন
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫৬ সেকেন্ডের লাইভে তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
ফেসবুক লাইভে তিনি বলেন, বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে দেখি তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। কিন্ত কাকে বা কাদের হুমকি দেওয়া হচ্ছে ফেসবুক লাইভটি থেকে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় গিয়ে হামলার ভাব দেখতে পাই। সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ ভোটকেন্দ্রে নোঙ্গর প্রতীকের এজেন্ট নেই।
বিজ্ঞাপন
ভোট বর্জনের বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুল মতিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
প্রসঙ্গত, মাওলানা আব্দুল মতিন দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনএম থেকে অংশগ্রহণ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন।
এমজেইউ