কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দেখা গেছে। রোববার পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। 

কিশোরগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। পুলিশের সাবেক আইজিপি বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ নৌকার মনোনয়ন বঞ্চিত হয়েছেন। মনোনয়ন পেয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। ইগল প্রতীকে স্বতন্ত্রভাবে লড়াই করছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে জয় পাওয়া সোহরাব উদ্দিন। ট্রাক প্রতীকে লড়ছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন। তাকে সমর্থন করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এদিকে লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে সরেজমিনে একজন ভোটারের উপস্থিতিও দেখা যায়নি। এ সময় সাংবাদিকদের দেখে এগিয়ে আসেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ। আসেন নৌকার এজেন্ট দেওয়ান আলী হোসেন। এই প্রতিবেদককে ফাঁকা ভোটকেন্দ্রের ছবি না নেওয়ারও অনুরোধ করেন তিনি।

পরে ভোটকেন্দ্রের বাইরে থেকে দশ-বারো জনকে ডেকে এনে লাইনে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। এদের মধ্যে দেখা যায় ১৫ বছর বয়সী এক কিশোরকে। দশম শ্রেণির শিক্ষার্থী সে।

স্বতন্ত্র প্রার্থী সোহরাব বলেন, পরিবেশ বেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। কোনো সমস্যা দেখছি না। শেষ পর্যন্ত পরিবেশ ঠিক থাকলে আমি জয় পাব। জয়-পরাজয় যাই হোক, মেনে নেব।

অন্যদিকে কিশোরগঞ্জ সদরের পৌর এলাকার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৭টার দিকে দুই থেকে তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, পটকা ফোটার আওয়াজ হয়েছে, ককটেলের নয়।

এনামুল হক হৃদয়/এমজে