রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সেলফি তুলতে বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। রোববার (৭ জানুয়ারি) মাহি তার নির্বাচনী কেন্দ্রগুলো পরির্দশন করেন। তিনি যে কেন্দ্রগুলোতেই গেছেন সেখানে কিশোর থেকে শুর করে বিভিন্ন বয়সের ভোটারা তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেছেন।।

সেলফি তোলার আবদার মেটানোর পাশিাপাশি এ সময় মাহি ভোটারদের সাথে সালাম বিনিময় করেন। কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি।

জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনের ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।

সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, সকালের দিকে কুয়াশা থাকায় ভোটার উপস্থিতি কম ছিল। বিকেলের দিকে ভোটারের সংখ্যা বাড়তে পারে আশাবাদ ব্যক্ত করেছিলেন তারা। এছাড়া কোনো অনিয়ম ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল বলেও জানিয়েছিলেন তারা।

অবশ্য রাজশাহী সদর আসনের সাগরপাড়ার একটি কেন্দ্রের বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

শাহিনুল আশিক/এমটিআই