সাতক্ষীরা -১ আসনের কলারোয়া খোর্দ্দো বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খোর্দ্দো গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে আব্দুস সালাম। তিনি ঈগল প্রতীকের এজেন্ট ছিলেন। অপরজন হলেন, সুমন হোসেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, তারা দুজনে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় আব্দুস সালামের কাছে তিনটি ব্যালট পেপার পাওয়া যায়। পরবর্তীতে প্রিজাইডিং অফিসারের আদেশক্রমে তাদের আটক করেছে দায়িত্বরত পুলিশ। আটকের খবর জানাজানি হলে সেখানে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত হন।

প্রিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম বলেন, তিনটি ব্যালট পেপারসহ আব্দুস সালামকে আটক করা হয়। এর আগে সকালে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।  

তিনি আরও বলেন, ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে হাজির হয়েছেন। বাকি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন।

সোহাগ হোসেন/এনটি