নজরুল ইসলাম বাবু

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১ লাখ ৬০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু।

এই আসনের ১১৭ কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাপা মনোনীত আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট। গোলযোগের কারণে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

উল্লেখ্য সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবার নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

এএএ