বগুড়ায় ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
বগুড়া সদরে মাঝরাতে একটি মিনি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদরের এরুলিয়া এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন কাহালু উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুবেল রানা।
বিজ্ঞাপন
ট্রাক চালক রতন আলীর বরাতে তিনি জানান, মিনি ট্রাকটি নওগাঁ থেকে বগুড়ায় যাচ্ছিল। পথে এরুলিয়া আইডিয়াল স্কুলের সামনে হালকা যানজট লাগে। এ কারণে ট্রাকটি থামায় রতন আলী। এ সময় রাস্তার পাশের কলার বাগান থেকে ১০ থেকে ১২ জন এসে ট্রাকের জানালার কাঁচ ভাঙে। পরে চালককে হুমকি দিলে তিনি সরে যান। এরপর ট্রাকের সামনে চালকের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
স্টেশন অফিসার রুবেল রানা বলেন, আমরা আসার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কিন্তু তার আগেই ট্রাকের সামনের অংশের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে।
বিজ্ঞাপন
আসাফ-উদ-দৌলা নিওন/এএএ