টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তিনি সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর গণনা শেষে রাত ১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

ডা. আ ফ ম রুহুল হকের নিকটতম প্রার্থী জাতীয় পার্টির আলিফ হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ৭ হাজার ৭৬ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হামিদ আম প্রতীকে ১ হাজার ১ শত ৪৮ ভোট পেয়েছেন, জাকের পার্টির মঞ্জুর হাসান পোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩৯ ভোট পেয়েছেন, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আঁশ প্রতীকে ৫৬৩ ভোট পেয়েছেন, সাম্যবাদী দলের তরিকুল ইসলাম চাকা প্রতীকে ৩৯২ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, আ ফ ম রুহুল হক বর্তমান সংসদ সদস্য আসনটির। বিরোধীদলগুলো ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে আ ফ ম রুহুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রীর দায়িত্বে ছিলেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত। পরবর্তীতে ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়। 

সোহাগ হোসেন/আরকে