ভালোবাসা দিয়ে সিংড়াকে মানবিক ও স্মার্ট করব : পলক
টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ার ৫ লাখ জনগণ আমাদেরকে ভোট, ভালোবাসা, বিশ্বাস ও মর্যাদা দিয়েছে। আমরা কোনো বিজয় মিছিল করব না, কোনো আতশবাজি ফোটাবো না, সহিংসতাও করব না। আমরা ভালোবাসা দিয়ে সবার জন্য সিংড়াকে নান্দনিক-মানবিক ও স্মার্ট সিংড়া গড়ে তুলব। এটাই আমাদের অঙ্গীকার।
রোববার (৭ জানুয়ারি) রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া-৩ আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে উপস্থিত নেতাকর্মী- সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
পলক বলেন, আমি চলনবিলের সন্তান হিসেবে সুখে-দুঃখে আপদে-বিপদে সবসময় আপনাদের পাশে থাকব। বিগত ১৫ বছর সিংড়ার উন্নয়ন-সুশাসন এবং আপনাদের পাশে থেকে খেদমত করার চেষ্টা করেছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী ও সিংড়ার ৫ লাখ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ৭ তারিখে যদি নির্বাচিত হতে পারি তাহলে সিংড়ার জনগণকে উন্নয়ন-সুশাসনের পাশাপাশি সিংড়ার রাজনৈতিক গুণগত পরিবর্তন করব। জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত করব এবং কর্মীবান্ধব সাংগঠনিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করব।
পলক আরও বলেন, আজকে থেকে আমি কোনো দলের নই, কোনো গোষ্ঠীর নই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সিংড়ার ৫ লাখ মানুষের জনপ্রতিনিধি হিসেবে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন— সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
প্রসঙ্গত, নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬৮৮টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪৩ হাজার ৬৫৯টি ভোট। রোববার রাতে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ভোটের ফলাফল ঘোষণা করেন।
গোলাম রাব্বানী/এমএ