রাঙামাটিতে পঞ্চমবারের মতো জয়ী দীপংকর তালুকদার
পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। তিনি ২ লাখ ৭৩ হাজার ৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে দশটায় রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান আনুষ্ঠানিক এ ফলাফল ঘোষণা দেন।
বিজ্ঞাপন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত প্রার্থী অমর কুমার দে ছড়ি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট এবং তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।
রাঙামাটির ২৯৯নং আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন। আসনটির ২১৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২১ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
মিশু মল্লিক/এএএ