রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আরডিএ মার্কেটের মূল ফটকে ঢোকার বাম দিকে এক নম্বর গলির দোতলায় এই আগুনের সূত্রপাত। আগুন মার্কেটে ছড়িয়ে পড়লে ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। 

রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। 

শাহিনুল আশিক/এএএ