দরিদ্রদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনে ঘরবন্দি অসহায় ও হতদরিদ্র ৫১২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় ১০০ বেদে পরিবার, ২০০ অটোরিকশাচালক, ২০০ সিএনজিচালক ও ১২ দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। প্রতিদিন জেলা প্রশাসনের চাল বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সারাদেশের মতো চাঁদপুরেও লকডাউন চলছে। লকডাউনের কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। যার মধ্যে অনেকেই আছেন দিন এনে দিন খায়। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ কেজি করে চাল দিয়েছি। আশা করছি, করোনায় কেউ না খেয়ে থাকবে না। পর্যাক্রমে আমরা সব হতদরিদ্রকে ত্রাণ দেব। এ সময় তিনি ব্যবসায়ী রাজনীতিবিদসহ সচ্ছল মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, এনডিসি মেহেদী হাসান মানিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।

শরীফুল ইসলাম/এএম