রংপুরের পীরগাছায় ট্রাক্টরের ধাক্কায় রেজিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কান্দি-চৌধুরাণী সড়কের নজরমামুদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজিয়া বেগম নজরমামুদ এলাকার বারী মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রেজিয়া বেগম সকালে নিজ বাড়িসংলগ্ন ওই সড়কের পাশে গোবরের লাকড়ি তৈরির কাজ করছিলেন। এ সময় সড়কে চলাচলকারী ট্রাক্টর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ট্রাক্টরচালক আমিন মিয়াকে (২০) আটক করা হয়েছে। চালক আমিন মিয়া পার্শ্ববর্তী রামচন্দ্রপাড়া গ্রামের ছাদেক মিয়ার ছেলে।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ