অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী উদ্ধার
অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ওয়াদুদ হোসেনকে (১৯) আটক করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
বিজ্ঞাপন
আটক ওয়াদুদ হোসেন মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের বান্দরছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সুপার মুক্তা ধর জানান, স্কুলপড়ুয়া মেয়েকে হারিয়ে গত ১১ জানুয়ারি মতিন কুমার ত্রিপুরা মাটিরাঙ্গা থানা পুলিশের শরণাপন্ন হন। ক্লু-লেস অপহরণের এ ঘটনা পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহযোগিতায় ঘটনার সাথে সম্পৃক্ত ওয়াদুদ হোসেনকে কুমিল্লা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ঢাকার সাভার থেকে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম গত ১০ জানুয়ারি সকালে বাড়ি থেকে গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ে আসে। ছুটির সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না ফেরায় একপর্যায়ে খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও সন্ধান না পাওয়ায় ১১ জানুয়ারি মতিন কুমার ত্রিপুরা মাটিরাঙ্গা থানা পুলিশের শরণাপন্ন হন।
মো. শাহজাহান/এমজে