ফেনীর সোনাগাজীতে নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন ইসরাফুল আলম রিফাত নামে এক স্পেন প্রবাসী। সোমবার (১৫ জানুয়ারি) সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রাম থেকে নতুন বউ নিয়ে বাড়ি ফেরেন তিনি। 

বর ইসরাফুল আলম রিফাত উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি স্পেন প্রবাসী। 

বরের পারিবারিক সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলি গ্রামের কুয়েত প্রবাসী মাঈন উদ্দিন মানিকের মেয়ে খাদিজাতুল কোবরা নিঝুমের সঙ্গে সোমবার দুপুরে বিয়ে হয় রিফাতের। এ সময় বরের সাজে হেলিকপ্টারে করে কনের বাড়িতে যান রিফাত। পরে বিয়ে সম্পন্ন হলে নতুন বউ নিয়ে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফেরেন। তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল সোনাগাজী মডেল থানার একদল পুলিশ। হেলিকপ্টারে করে আসা বর-কনেকে দেখতে উৎসুক জনতা ভিড় করে।

বরের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন বলেন, রিফাত বাবা-মায়ের একমাত্র ছেলে। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। ২০ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের ২ হাজার ১০০ জন অতিথির ভোজন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কনেকে নিয়ে বাড়ি ফেরে রিফাত।

কনের বাবা মাঈন উদ্দিন মানিক ঢাকা পোস্টকে বলেন, এমন আয়োজনের বিষয়টি প্রথমে বরপক্ষ জানালে আমিও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়ানোর জন্য এতে সম্মতি দিয়েছিলাম। তাদের নতুন জীবনের জন্য সকলের দোয়া চাই। 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ঢাকা পোস্টকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা হেলিকপ্টার ভাড়া নিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশ ছিল। 

তারেক চৌধুরী/আরএআর