ফেনীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া ও তথ্য হালানাগাদ ব্যতীত জ্বালানি তেল সংরক্ষণ করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের ট্রাংক রোডের মেসার্স খায়ের মেশিনারি ৫ লিটার ল্যুব অয়েল পরিমাপে ১৭০ মিলি কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরতলীর লালপোলে মেসার্স মুহুরী ফিলিং স্টেশনে স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালানাগাদ ব্যতীত জ্বালানি তেল সংরক্ষণ ও ব্যবহার করায় একই আইনের ৩২(৩)/৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান প্রমুখ। অভিযানে ফেনী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন। 

তারেক চৌধুরী/এনএফ