সিলেটে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
‘বাইরের দেশ কী বলল সেটি দেখার বিষয় নয়’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচন করেছে বাংলার মানুষ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ৪২ ভাগ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর সেটাই আমাদের মূল বিবেচ্য বিষয়।
তিনি আরও বলেন, বাইরের দেশ কী বলল না বলল সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেশ চলবে আমাদের সংবিধান মোতাবেক।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ চলবে। আমরা আর ভিক্ষুকের জাতি নয়, আমরা এখন উন্নয়নশীল এবং স্মার্ট বাংলাদেশের নাগরিক। আমরা নাগরিক হিসেবে মনে করি আমদের কারও মুখাপেক্ষী হয়ে চলতে হবে না।
বিজ্ঞাপন
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আন্তরিকতা দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন। বিদেশে আমাদের যেসকল ছেলে-মেয়েরা আছে, যারা লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদেরকে দেশে আনতে উদ্বুদ্ধ করছেন প্রধানমন্ত্রী। আর যারা এই দেশ থেকে বিদেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠানো হচ্ছে।
সিলেট অঞ্চলে পিঠাপুলির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে শফিকুর রহমান চৌধুরী বলেন, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় পিঠাপুলির ঐতিহ্য ফিরিয়ে আনতে এখন পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পিঠা উৎসব ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করে আসছে। সিলেট অঞ্চলের নারীদের স্বাবলম্বী করে তোলা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি স্বর্ণলতা রায়, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন আবুল ফাতেহ ফাত্তাহ, কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের উপকমিশনার রাশেদুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
মাসুদ আহমদ রনি/এমজেইউ