ফেনীর সোনাগাজীতে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় এক প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় উপজেলা শিক্ষা অফিস।

শনিবার (২০ জানুয়ারি) রাতে এসব তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।

জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজু বেশিরভাগ সময়ই সকাল ১০টা থেকে সাড়ে ১০টায় বিদ্যালয়ে আসেন। বিষয়টি অবগত হয়ে গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষক দেবরাজ রাজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না মর্মে তিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

সোনাগাজী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়ে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরাজ রাজুকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তারেক চৌধুরী/টিএম