ভোলার পূর্ব ইলিশায় মালবাহী ট্রলারডুবির ১৯ ঘণ্টা পার হলেও এখনো নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি। সন্ধান মেলেনি ডুবে যাওয়া ট্রলারটিরও। নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন পূর্ব ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া। তিনি জানান, রোববার রাত থেকেই উদ্ধার অভিযান চলছে। তবে এখনো নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ দুজন হচ্ছেন- মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের চর সুলতানী গ্রামের বাসিন্দা রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ (২৮)।

ওসি জানান, স্থানীয়রাও চেষ্টা করছেন তাদের মতো করে সন্ধান চালাতে। এ ঘটনায় আরও পাঁচজন জীবিত উদ্ধার হয়েছেন।

উদ্ধার হওয়া ব্যবসায়ী রিয়াজের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার কাজিরচর এলাকা থেকে ভাঙ্গারী মালামাল নিয়ে ট্রলারযোগে উলানিয়ায় রওয়ানা দেন। রাত দেড়টার দিকে ইলিশার জংশন এলাকার মেঘনা নদীতে আসলে হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময়ে পাঁচজন লাফিয়ে পড়তে পারলেও দুজন ট্রলারের মধ্যে থাকায় তারা উঠতে পারেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ভোলা স্টেশনের অফিসার সুমন বলেন, আমরা এখনো উদ্ধার অভিযানে রয়েছি। ট্রলারটি কোন স্থানে রয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। মেঘনা নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে ডুবুরিরা নদীর তলদেশে পৌঁছাতে পারছেন না। এজন্য ট্রলারের অবস্থান শনাক্ত হয়নি।

তিনি বলেন, বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন নিখোঁজ দুজন ট্রলারের মধ্যে ঘুমাচ্ছিলেন। বাকি পাঁচজন ছাদে বসেছিলেন। এজন্য তারা ডুবে যাওয়ার সাথে সাথে লাফিয়ে পড়তে পেরেছেন।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর