লকডাউনের পাঁচদিনে খুলনায় ৫১৪ গাড়ি জব্দ
লকডাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছে পুলিশ
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে কঠোর লকডাউন চলছে। সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়নে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ২৬টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। মহানগরীর আট থানায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচদিনে ৫১৪টি গাড়ি জব্দ করেছে। দায়ের করা হয়েছে এ সংক্রান্ত ৯৭টি মামলা।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, চলমান লকডাউনে কেএমপির আটটি থানা এলাকায় ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৫১৪টি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়াও পাঁচদিনে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপির বিভিন্ন থানার সহোযোগিতায় ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১১৩টি মামলা করা হয়েছে। আর ১৪৪ জন ব্যক্তিকে এক লাখ ১৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও লকডাউন কার্যকর করতে কেএমপির ১০টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের দুটি টিম, থানা, ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশের সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরএআর