নেত্রকোণায় প্রাইভেট কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নেত্রকোণায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় আজিজুল হাকিম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তিনি জেলার বারহাট্রা উপজেলার ফকিরের বাজার তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। নিহত পুলিম সদস্যের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। অপর নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার নেত্রকোণার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে ঝাউসী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
বিজ্ঞাপন
এ ঘটনায় প্রাইভেট কার ও অটোরিকশার মোট সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পরই স্থানীয়ারা তাদের উদ্ধার করে নেত্রেকাণা সদর হাসপাতালে নিয়ে যান। পরে গুরতর আহত আহত জনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। আহত অন্য পাঁচজন নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরএআর