মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন
আওয়ামী লীগ ৯ ও বিএনপির ৬ জন বিজয়ী
সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আবুল হাসান মৃধা ও কোষাধ্যক্ষ আরফান সরকার খোকন
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে আওয়ামীপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। আর ৬টি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ হতে বিজয়ীরা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আবুল হাসান মৃধা, সহ-সভাপতি আনিসুর রহমান ও ফিরোজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, লাইব্রেরি সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক আমানুল্লাহ রিপন, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং সদস্য পদে গবিন্দ্র চন্দ্র মন্ডল।
বিজ্ঞাপন
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হতে কোষাধ্যক্ষ পদে আরফান সরকার খোকন, মহিলা বিষয়ক সম্পাদক লাইলি আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সাহাবাৎ, সদস্য পদে শাহিন আলম, মো. নাসির উদ্দিন ও সাইফুল ইসলাম সাইফ বিজয়ী হয়েছেন।
এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে ১৫ জন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার জানান, নির্বাচনে আইনজীবী সমিতির ৩৭০ জন ভোটারের মধ্যে ৩৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
ব.ম শামীম/এমজেইউ