নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল ভবনের সয়েল টেস্টের কল স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর গ্রামের রিয়াজ (২৮), উত্তর ওয়াপদা গ্রামের মোহাম্মদ জালাল মজুমদারের ছেলে সাকিল (২০) ও কুমিল্লার চান্দিনা উপজেলার কামরুল হাসান (৩০)।

স্থানীয় বাসিন্দা পিন্টু আলম ঢাকা পোস্টকে বলেন, পাঁচজন নির্মাণশ্রমিক ইউসুফ নামের এক ঠিকাদারের অধীনে দুর্গাপুর ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার সময় সয়েল টেস্টের কল স্থাপন করতে গিয়ে অসাবধানতাবশত তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অসীম কুমার দাস ঢাকা পোস্টকে বলেন, বিকেল পৌনে ৩টার দিকে মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও চারপাশ ভারি হয়ে উঠেছে।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত পঞ্চমতলা ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসিব আল আমিন/এমজেইউ