ঝালকাঠির কাঁঠালিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মানিক বেপারী (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে আমুয়া হাসপাতালে তার মৃত্যু হয়। মানিক বেপারী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

সোমবার (১৯ এপ্রিল) ডায়রিয়ায় আক্রান্ত হলে মঙ্গলবার সকালে তাকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির দুই ঘণ্টা পরই তার মৃত্যু হয়। 

আমুয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নকিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর বিলম্বে হাসপাতালে নেওয়ায় পানি শূন্যতায় মানিক বেপারীর মৃত্যু হয়েছে।

আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মানিক বেপারীর মৃত্যুর খবর আমিও শুনেছি। 

এ ব্যাপারে আমুয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসতে বিলম্ব হওয়ায় মানিক বেপারীর অবস্থা ছিল অনেকটা সংকটাপন্ন। এ ছাড়াও তার হার্টের সমস্যা ছিল। তাই স্ট্রোক করে মানিক বেপারীর মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। 

ইসমাঈল হোসাঈন/আরএআর