কোরিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হলো না রাহাতের
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মইনুল ইসলাম রাহাত (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত ফাজিলপুর মাদ্রাসা রোডের ওয়ালী ভূঞা বাড়ির শিবপুর আরবি হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের ছোট ছেলে। তিনি ফাজিলপুর সাউথইস্ট ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশে ঢাকামুখী লেনে সড়ক সংস্কার ও মেরামতের কাজ চলছিল। এ কারণে অপর একটি লেনে উভয়মুখী যানবাহন চলাচল করছে। রাহাত কোরিয়া যেতে চেয়েছিলেন। এ কারণে দেশটির ভাষা শিখতে মঙ্গলবার ফেনী শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। বাসে ওঠার জন্য সড়ক পার হতে গেলে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
তারেক চৌধুরী/এসএসএইচ