বান্দরবানের রুমায় ভালুকের আক্রমণে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ওই ব্যক্তির নাম তং তং ম্রো (২৮)। তিনি গালেঙ্গ্যা ইউনিয়নের আবুপাড়া এলাকার মেংরং ম্রোর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তং তং ম্রো জুম থেকে ফেরার পথে দুর্গম পাহাড়ে বন্য ভালুক তাকে আক্রমণ করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে রুমা বাজারে নিয়ে আসে। পরে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

রুমা উপজেলার ৪ নম্বর গ্যালেনগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাং মারমা বলেন, তংতং ম্রো ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.নয়ন কান্তি দাশ জানান, ভালুকে কামড়ানো আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিজভী রাহাত/এসপি