রংপুরে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ
রংপুর সদর উপজেলার একটি পুকুর থেকে মর্জিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের ব্র্যাকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মর্জিনা বেগম হরিদেবপুর ইউনিয়নের ভেলাপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
বিজ্ঞাপন
রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। তার পরনে শাড়ি এবং হাতে চুড়ি ছিল। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, কীভাবে তিনি (মর্জিনা বেগম) মারা গেলেন সেটি এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ