প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে শেরপুর জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন শেরপুর জিআর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ। 

এর আগে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসামি চাঁদের প্রতি উপস্থিতি পরোয়ানার আদেশ দিলে সেই পরোয়ানামূলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার শেরপুর আদালতে হাজির করা হয় চাঁদকে। পরে শেরপুরের আদালতে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে ঘটনার বিষয়ে তদন্ত চলমান আছে। দ্রুতই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম। চাঁদ আগে থেকেই রাজশাহীসহ বিভিন্ন জেলার মামলায় কারাগারে আটক ছিলেন।

২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়া এলাকায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিষয়টিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে বিএনপির এই নেতাকে আসামি করে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা করা হয়।

আরএআর