ছবি- সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পাথরঘাটা কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদেশ দেন।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, জাহিদুল ইসলাম ও রেজবুল মাহমুদ এবং বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি ও মোসাম্মৎ শামসুন্নাহার। এ ছাড়া কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে গেলে ওই পাঁচ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করতে দেখা যায়। পরে তাদের বহিষ্কারসহ দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

এমজেইউ