জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে একই পরিবারের ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

গতকাল বিকেলে ব্যবসায়ী আরিফুর রহমান বাপ্পী বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— জহির, হারুন, রাজু, শরীফ, আরিফ, রিয়াজ, হৃদয়। তারা লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর শাখারিপাড়া এলাকার বাসিন্দা। 

আহতরা হলেন— নুরনবী, তার ভাই জাফর, কোরবান আলী, বাবা তোফায়েল আহমেদ চৌধুরী, স্বজন নুরুল আমিন, কাদের ও মোর্শেদ। এর মধ্যে মোর্শেদের মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তারাও লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর শাখারিপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বাদী বাপ্পী সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ও ইটভাটা ব্যবসায়ী।  

অভিযুক্ত জহির বলেন, নুরনবীও আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আহত হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, থানায় মামলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসান মাহমুদ শাকিল/এনএফ