খুলনায় জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সত্যের সাথে সন্ধি— স্লোগান নিয়ে যাত্রা শুরু করা গণমাধ্যমটি তিন বছর শেষ করে চার বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টের খুলনা বিভাগীয় টিমের উদ্যোগে বাগেরহাটের সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, ঢাকা পোস্ট আজ চতুর্থ বছরে পদার্পণ করল। সবচেয়ে বড় বিষয় হলো পাঠক ঢাকা পোস্টকে পছন্দ করেছে। কারণ এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সত্য এবং বস্তুনিষ্ঠ লিখলে মানুষ পছন্দ করবেই।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা বলেন, পাঠকদের কাছে এরই মধ্যে ঢাকা পোস্ট একটা  ভালো অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে এই পাঠকপ্রিয়তা আরও বাড়বে সেই প্রত্যাশা করি।

খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি বলেন, ঢাকা পোস্ট সত্যের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। তিন বছরের মধ্যে তারা যতদূর এগিয়ে গেছে, তাদের সত্য এবং ভালো সংবাদের মাধ্যমে আমরাও এগিয়ে যেতে চাই।

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আবু হাসান বলেন, তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন নিউজ পোর্টাল সবচেয়ে বেশি মানুষ পড়ছে। ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে ইতোমধ্যে দেশের মানুষের কাছে একটা জনপ্রিয় নিউজ পোর্টাল হিসেবে আবির্ভূত হয়েছে। আমি এই নিউজ পোর্টালের উত্তরোত্তর মঙ্গল কামনা করি।

বাংলাভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মো. মাসুদ মোল্লা বলেন, দিন দিন পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা পোস্ট। বিভিন্ন খুঁটিনাটি বিষয় খুবই সহজে তুলে ধরে পাঠকদের কাছে। আমি নিজেই মোবাইল হাতে নিলে সর্বপ্রথম ঢাকা পোস্ট ওয়েবসাইট ঘুরে আসি। আমার মতো অনেক পাঠক রয়েছে ঢাকা পোস্টের। ঢাকা পোস্টের জন্য সব সময় শুভ কামনা রইলো।

অনুষ্ঠানে ঢাকা পোস্ট খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলনের সভাপতিত্বে এবং বাংলানিউজ টোয়েন্টিফোরের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদকমণ্ডলীর সভাপতি ফেরদৌসী আলী, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক শাহা আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সাংবাদিক হাসান মোল্লা, কৌশিক দে বাপী, আলমগীর হান্নান, মিলন হোসেন, মহেন্দ্রনাথ সেন, বিমল সাহা, কামরুল আহসান, আনিসুজ্জামান, বাপ্পী খান, লিয়াকত হোসেন, মনির হোসেন, বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, হাবিবুর রহমান, মো. জাহিদ, আতিয়ার রহমান, ফেরদৌস আলম প্রমুখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে ইতোমধ্যে দেশের মানুষের কাছে একটা জনপ্রিয় নিউজ পোর্টাল হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকা পোস্ট। ঢাকা পোস্ট সত্যের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা পোস্টের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আবু তালেব ও নড়াইল জেলা প্রতিনিধি রাজু আহমেদ।

মোহাম্মদ মিলন/এমজেইউ