নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জেরে মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগনের বিরুদ্ধে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহতের নাম ফজিবর রহমান (৫৩)। তিনি একই ইউনিয়নের ডাংগারহাট এলাকার মৃত মখিমদ্দীনের ছেলে।

আটককৃতরা হলেন- বালাপাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা সুজন (১৯) ও সোহাগ ইসলাম (২০)। এর মধ্যে মাসুদ নিহত ফজিবর রহমানের ভাগনে মহুবার ইসলামের (৪২) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বালাপাড়া এলাকার মহুবার ইসলামের পরিবারের সঙ্গে ফজিবর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালের দিকে ওই বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান ফজিবর। এতে বাধা দেন ভাগনে মহুবার ও ভগ্নিপতি মজিবর রহমান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মহুবারের কিল-ঘুষিতে ফজিবর রহমান ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা ফজিবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ কুমার রায় ঢাকা পোস্টকে বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শরিফুল ইসলাম/এমজেইউ