‘মানবিক সংবাদের খোঁজে সারাদিন একবার হলেও ঢাকা পোস্ট ক্লিক করি। কারণ মানবিক সংবাদের অন্যতম গণমাধ্যম ঢাকা পোস্ট। গত তিন বছর সব ধরনের সংবাদ পরিবেশনের পাশাপাশি ঢাকা পোস্ট মানবিক সংবাদ প্রকাশ করে অসংখ্য অসহায় মানুষের ভাগ্য বদলে সহায়ক ভূমিকা রেখেছে। এ কারণে পাঠকের চোখে ঢাকা পোস্ট অন্য সবার চেয়ে এগিয়ে।’

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সত্যের সাথে সন্ধি— স্লোগান নিয়ে যাত্রা শুরু করা গণমাধ্যমটি তিন বছর শেষ করে চার বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষ্যে আয়োজিত কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কামরুল ইসলাম ভরসা।

ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাব রংপুরের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলি, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হিরু প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রযুক্তির যুগে অনলাইন নিউজ পোর্টাল সবচেয়ে বেশি মানুষ পড়ছে। ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে ইতোমধ্যে দেশের মানুষের কাছে একটা জনপ্রিয় নিউজ পোর্টাল হিসেবে আবির্ভূত হয়েছে। ঢাকা পোস্ট সত্যের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার যে ধারাবাহিকতা তৈরি করেছে, তা অটুট থাকবে।

আলোচনা পর্ব শেষে কেক কেটে ও মিষ্টি মুখ করা হয়। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকা পোস্টের প্রতিবেদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর