সেলিম আল দীনের ছোট ভাই মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন মারা গেছেন
বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ/
নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ছোট ভাই ও সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। বিকেলে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের ছয় সন্তানের মধ্যে বোরহান উদ্দিন আহমেদ তৃতীয় ছিলেন। জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান তিনি। তার বড় সন্তান শাকিলা তাসনিম কাজরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক, দ্বিতীয় সন্তান সালাহ উদ্দিন শুভ্র সাংবাদিক এবং তৃতীয় সন্তান সিফাত উদ্দিন রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনের মৃত্যুতে ফেনী সাহিত্য সভা, নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্রসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ বলেন, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ নাট্যাচার্যের মৃত্যুর পর সেলিম আল দীন চর্চায় বিশেষ ভূমিকা রেখেছেন। ২০১০ সালে প্রতিষ্ঠিত সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি (আমৃত্যু) ছিলেন তিনি। একজন সজ্জন মানুষ হিসেবে তিনি সমাদৃত ছিলেন। এই গুণীজনের শূন্যতা অপূরণীয়।
তারেক চৌধুরী/এএএ