ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান-৮ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে চাঁদপুর নৌ-পুলিশ। এ সময় জাটকা পাচারে জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে দুপুরে সদরের হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, অসহায়, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আটককৃতরা হলেন- ভোলার মনপুরা এলাকার মো. ফারুক (৪৭), মো. পারভেজ (২৪) ও মো. রিয়াদ (১৯)।

পুলিশ জানায়, আজ সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে হরিণাঘাট নৌ-পুলিশ এ  অভিযান পরিচালনা করে। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান নামে লঞ্চ হতে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকার সঙ্গে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক জাটকা ইলিশ  নিধন প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আনোয়ারুল হক/এমজেইউ