ঠাকুরগাঁও সদরে চালকলের বয়লার বিস্ফোরণে দগ্ধ মো. চিহারু ইসলাম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে সদর উপজেলার রুহিয়ায় হাসকিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

রু‌হিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন। তিনি ব‌লেন, সোমবার সকালে গরম পা‌নি‌তে চিহারুর শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলার রুহিয়ায় হাসকিং মিলে ধানসিদ্ধ করছিলেন চিহারুসহ অন্য শ্রমিকেরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে দগ্ধ হয় চিহারু। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান ম‌নিরুল হক ব‌লেন, চাতা‌লে বয়লারে তাপ পরিমাপের ব্যবস্থা নেই। তাই পানির তাপমাত্রা বাইরে থেকে বোঝা যায় না। সময়মতো গরম পানির বাতাস বের না হওয়ায় বয়লার‌টি বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

রু‌হিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম ব‌লেন, বিস্ফোরণের ঘটনায় অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত করা হ‌বে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

আরিফ হাসান/এএএ