জামালপুরের মেলান্দহ উপজেলার কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে (এসএসসি) শামিয়ানায় বসে পরীক্ষা দেওয়া সেই শিক্ষার্থীরা অবশেষে ভবনে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। ওই পরীক্ষার্থীদের কেন্দ্রের পাশে কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টালে ‘জামালপুরে শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা’ এ শিরোনামে শামিয়ানার নিচে পরীক্ষা নেওয়ার সংবাদটি প্রকাশ হয়। এরপরই পরীক্ষাকেন্দ্রের ভেন্যু পরিবর্তন করেন কর্তৃপক্ষ।

পরীক্ষাকেন্দ্রের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূঁইয়া বলেন, কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রের একটা ভেন্যু ছিল। এবার প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষার্থীদের আসন সংকট থাকায় বিদ্যালয়ের মাঠে শামিয়ানা করে বাংলা ২য় পত্র পরীক্ষা নিয়েছে। এই বিষয়টি আমরা জানতে পেয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভেন্যু বাতিল করেছি। পরীক্ষা কেন্দ্রের পাশেই বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভেন্যু করে একাডেমিক ভবনে ২৩৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ৭০৪ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আসন সংকট থাকায় বিদ্যালয়ের মাঠে শামিয়ানা টানিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু বাতিল করে কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ভেন্যু ফেলে ২৩৬ জন শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রকিব হাসান নয়ন/আরকে