সাভারে দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
সাভারে দেওয়াল চাপা পড়ে মো. রুহান ইসলাম নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত রুহান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভোগপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় পরিবারের সাথে বাস করতো।
বিজ্ঞাপন
নিহত শিশুটির বাবা জহিরুল বলেন, নামা গেন্ডা এলাকায় ভেকু দিয়ে মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ মাদ্রাসার ছয়তলা নির্মাণাধীন ভবনের দেওয়ালের কাজ চলছিল। এসময় দেওয়ালের পাশ দিয়ে আমার ছেলে যাচ্ছিল। হঠাৎ ভেকুর ধাক্কায় দেওয়াল ভেঙে রুহানের উপরে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর ভেকু চালক পলাতক রয়েছেন।
এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লোটন আচার্য্য/পিএইচ