কক্সবাজার সমুদ্র সৈকতে একদিনে ১৭টি ‘মা কচ্ছপের’ মৃত্যু হয়েছে। শুধু শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) একদিনেই কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ১৭ টি মৃত মা কচ্ছপ পাওয়া যায়। পচে যাওয়া এসব কচ্ছপ মাটিতে পুঁতে দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত ১৭টি মৃত কচ্ছপ পাওয়া গেছে।

তিনি বলেন, ১৭টি কচ্ছপই অলিভ রিডলি এবং নারী। প্রতিটি কচ্ছপই জালের সুতোয় পেঁচানো এবং আঘাতপ্রাপ্ত। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেঁচিয়ে ও আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত হয়েছে।

তারেকুল ইসলাম বলেন, জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ১৭টিসহ মোট ৮৩টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। যার মধ্যে শুধু মাত্র ৯ দিনে মিলেছে ৪০ টির বেশি। যার মধ্যে ৭ শতাধিক ডিমও পাওয়া গেছে।

সাইদুল ফরহাদ/পিএইচ