র‌্যাবের হাতে আটক প্রতারণা চক্রের চার সদস্য

সাভারে চাকরি দেয়ার নামে সহজ সরল মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের কলমা এলাকার আল হাসান সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আমিন (২৪), জহিরুল ইসলাম (২৪), শামিনুর রহমান (২৩) ও আবিদ হাসান (২২)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি। 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কলমা এলাকার আল হাসান সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 'স্ট্রং আরএম' সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণার দায়ে ৪ জনকে আটক করা হয়। ভুক্তভোগী ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে 'স্ট্রং আরএম' সিকিউরিটি সার্ভিসের ১৫০টি ভর্তি ফরম, একই প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা ৩৫০টি আইডি কার্ড, ৯টি মানি রিসিট বই, নিয়োগপত্রের শর্তাবলীর একটি বই, অঙ্গীকারনামার ২টি বই, ২টি কালো মনিটর এবং ৬টি মোবাইল ফোন। 

সিপিসি-২, র‌্যাব-৪ এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার ঢাকা পোস্টকে বলেন, এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।  

এসপি