মাহবুব রশিদ মঞ্জু

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তার ভাগনে সাবেক ছাত্রনেতা মাহবুব রশিদ মঞ্জু বলেছেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; স্ট্যান্টবাজি বন্ধ করেন। কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা গত চার মাস ধরে নির্যাতিত। এটা আপনার এলাকা। মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখানে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এর দায় আপনি এড়াতে পারেন না। যদি আপনি ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি। ঘণ্টাব্যাপী লাইভে মামা ওবায়দুল কাদের ও কাদের মির্জার কঠোর সমালোচনা করেন মাহবুব রশিদ মঞ্জু।

মাহবুব রশিদ মঞ্জু বলেন, কোম্পানীগঞ্জ শান্তির জনপদ ছিল; আপনি (ওবায়দুল কাদের) সেটিকে জাহান্নাম বানিয়েছেন। আপনার ভাই কাদের মির্জা আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে হাত দিয়েছেন। কাদের মির্জা যদি আর কোনো নেতাকর্মীর গায়ে হাত দেন, তাহলে তাকে তুলে নিয়ে আসব। অনেক ভদ্রতা দেখিয়েছি, অনেক সম্মান দেখিয়েছি। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।

তিনি বলেন, ভাইয়ের কারণে আপনি সম্মান হারিয়েছেন। আপনাকে আগামীকাল পর্যন্ত সময় দিলাম। এসব ইঁদুর-বিড়াল খেলা বন্ধ করেন। যদি বন্ধ না করেন তাহলে পরদিন থেকে কোম্পানীগঞ্জে লাগাতার আইন অমান্য আন্দোলন চলবে। সে আন্দোলন আপনি রুখতে পারবেন না। আপনাকে অনুরোধ করছি, পবিত্র রমজান মাসে কোম্পানীগঞ্জের মানুষগুলো যে জিম্মি দশায় আছে; এ থেকে মুক্তি দিন।

মাহবুব রশিদ মঞ্জু বলেন, আপনি যদি এ সমস্যার সমাধান করতে না পারেন তাহলে পদত্যাগ করেন। আপনার কারণে শুধু নোয়াখালীর আওয়ামী লীগ নয়; সারাদেশের আওয়ামী লীগ অপমানিত হচ্ছে। পরিবারের কাহিনী যদি বলতে যাই, লজ্জা পাবেন। সবার দুর্নীতি, অপকর্মের খতিয়ান আমাদের কাছে আছে। যদি সেগুলো প্রকাশ করি কেউ মুখ দেখাতে পারবেন না। এখনো ভালোভাবে বলছি, ব্যবস্থা নেন যদি ব্যবস্থা না নেন আমরাই ব্যবস্থা নেব।

হাসিব আল আমিন/এএম