জাটকা শিকারের অপরাধে ১১ জেলের কারাদণ্ড, ৪ জনকে জরিমানা
চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকা শিকারের অপরাধে ১৫ জেলেকে আটক করেছে জেলা টাস্ক ফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ১১ জনকে দুই মাস করে কারাদণ্ড এবং চারজনকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
বিজ্ঞাপন
অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন বলেন, সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌবাহিনী মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরায় হাতে নাতে ১৫ জেলেকে আটক করা হয় এবং জব্দ করা হয় দুটি কাঠের নৌকা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। কারাদণ্ড প্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া জব্দ করা পাঁচ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার এম. শফিকুল ইসলাম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, মোশারফ হোসেনসহ কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
আনোয়ারুল হক/কেএ