গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলশিক্ষার্থী অমিয় নাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আজ সকালে গাইবান্ধা শহর থেকে ছয় বন্ধু সাঁতার কাটতে বালাসীঘাটে ব্রহ্মপুত্র নদে নামে। এ সময় চারজন কিনারে উঠে এলেও মাহিব ও অমিয় নাহিদ নিখোঁজ হয়। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে মাহিবের মরদেহ উদ্ধার করে। পরে আরও আড়াই ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে অমিয় নাহিদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত মাহিব গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আর অমিয় নাহিদ একই এলাকার লিটন মিয়ার ছেলে। তারা দুজন আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী ঢাকা পোস্টকে জানান, নিহতদের মরদেহ গাইবান্ধা জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপন আকন্দ/এমজেইউ