ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামের এক নসিমনচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান উপজেলার নরেন্দ্রপুর এলাকার মাহাবুব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে দ্রুতগতিতে নসিমন চালিয়ে বাবরা রেলগেট পার হচ্ছিলেন মেহেদী। গেটম্যান তাকে নিষেধ করলেও শোনেননি। গেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মেহেদী। এ সময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার তৌহিদুর রহমান ঢাকা পোস্টকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। গেটম্যান অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেননি। পরে গাড়ি বাঁচাতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আব্দুল্লাহ আল মামুন/এমজেইউ