হবিগঞ্জে গ্রাম্য সালিশে সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জ সদর উপজেলায় সালিশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অপরদিকে এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল ছোবান (৬০)।
বিজ্ঞাপন
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে স্থানীয় একটি ওরসে কথা কাটাকাটি হয় লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের ওয়াহিদুজ্জামান ও একই গ্রামের রফিক মিয়ার। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার গ্রাম্য সালিশে বসেন ওয়াহিদুজ্জামান ও রফিক মিয়ার পক্ষের লোকজন। সালিশের একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। এ সময় দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল ছোবান (৬০) মারা যান। এতে উভয়পক্ষের আরও ২০ জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ওরসে ঝগড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আজ স্থানীয় ভাবে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এসকেডি