জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার প্রধান আসামি মো. তৌহিদুজ্জামান তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার নামাপাড়া এলাকায় তৌহিদের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল রাতে আহত সাংবাদিক মতিন রহমান বাদী হয়ে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মো. তৌহিদুজ্জামান তৌহিদ নামাপাড়া এলাকার মৃত আবিরুজ্জামান আক্কাসের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার পর থেকেই পুলিশ মাঠে রয়েছে। মামলা দায়েরের পরই আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় পৌরসভার নামাপাড়া এলাকায় দুই কাউন্সিলরের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যান আহত সাংবাদিক মতিনসহ কয়েকজন। ঘটনাস্থলে সাংবাদিক মতিন মোটরসাইকেল থেকে নেমে মোবাইল ফোন বের করতেই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

রকিব হাসান নয়ন/এমজেইউ